Tanvir
Favoured Frenzy
ও চাঁদ, তুমি তাকে বলে দিও,
তারে ছাড়াঁ আমি যে একা,
রাতের প্রহর শেষ হয়,
আমি দিন গুনি তার অপেক্ষায়।
জোসনার আলোয়, পথ চলি একা,
তাকে ছাড়া যে আমার, লাগে একা একা।
ও চাঁদ, তুমি তাকে বলে দাও,
সে যেন অভিমান ভুলে,
ফিরে আসে আমার কাছে,
আমি দিন গুনি তার অপেক্ষাতে।
আলো আধারের মতো লুকোচুরি,
ভালো লাগে না আর,
সে যেনো ফিরে আসে,
হবে না আর অভিমান।
ও চাঁদ, তুমি তাকে বলে দাও,
সে আমার জীবন,
তাকে ছাড়া যে আমার মরণ,
আমি দিন গুনি তার অপেক্ষায়।
তারে ছাড়াঁ আমি যে একা,
রাতের প্রহর শেষ হয়,
আমি দিন গুনি তার অপেক্ষায়।
জোসনার আলোয়, পথ চলি একা,
তাকে ছাড়া যে আমার, লাগে একা একা।
ও চাঁদ, তুমি তাকে বলে দাও,
সে যেন অভিমান ভুলে,
ফিরে আসে আমার কাছে,
আমি দিন গুনি তার অপেক্ষাতে।
আলো আধারের মতো লুকোচুরি,
ভালো লাগে না আর,
সে যেনো ফিরে আসে,
হবে না আর অভিমান।
ও চাঁদ, তুমি তাকে বলে দাও,
সে আমার জীবন,
তাকে ছাড়া যে আমার মরণ,
আমি দিন গুনি তার অপেক্ষায়।