Tanvir
Favoured Frenzy
ঐ চোখের মায়াতে পড়েছি আমি,
মনের ভালবাসার কবিতা লেখেছি তোমায়।
চন্দ্রমা আলোর সোনালি রাতে,
তোমার হাসি ছড়িয়ে দেয় আমার হৃদয়ে।
প্রেমের সাগরে ডুবে গেছি আমি,
তোমার সঙ্গে থাকতে চাই চিরকাল।
বৃষ্টি ঠোঁটে ছুঁই দেব তোমার,
মনের কাছে বসে থাকব আমি সারারাত।
তোমার কথায় ভরে আসবে আকাশ,
হৃদয় ধরে নেবে তোমার আবেগের আলাপ।
একলা না থাকতে চাই আমি কখনো,
তোমার সঙ্গে থাকতে চাই সব সময়।
এক ছোঁয়া দিয়ে হাসির সৃষ্টি,
পুনরায় লেখতে চাই তার নামে।
ভালবাসা হৃদয়ে মুখরিত,
কবিতা তোমার নামে আবৃত।"
এই চোখের মায়া কি জানতে পারবে,
ভালোবাসার কবিতা লেখতে বসবো কতবার?
আমি মনে মনে হৃদয়ে হৃদয়ে বলি,
এই চোখের মায়া মাঝে মাঝে আসবে আবার।"
"ঐ চোখের মায়াতে পড়েছি আমি,
মনের ভিতরে ছুঁয়ে গিয়েছে ক্ষণকাল।
স্বপ্নের আবেগে ভরে উঠে হৃদয়,
আকাশের তারা হয়ে গেছে সকাল।
ঐ চোখের মায়াতে পড়েছি আমি,
সৃষ্টির রহস্য তার অমৃত কানাকানি।
মনের ভালবাসার কবিতা লেখেছি তোমায়।
চন্দ্রমা আলোর সোনালি রাতে,
তোমার হাসি ছড়িয়ে দেয় আমার হৃদয়ে।
প্রেমের সাগরে ডুবে গেছি আমি,
তোমার সঙ্গে থাকতে চাই চিরকাল।
বৃষ্টি ঠোঁটে ছুঁই দেব তোমার,
মনের কাছে বসে থাকব আমি সারারাত।
তোমার কথায় ভরে আসবে আকাশ,
হৃদয় ধরে নেবে তোমার আবেগের আলাপ।
একলা না থাকতে চাই আমি কখনো,
তোমার সঙ্গে থাকতে চাই সব সময়।
এক ছোঁয়া দিয়ে হাসির সৃষ্টি,
পুনরায় লেখতে চাই তার নামে।
ভালবাসা হৃদয়ে মুখরিত,
কবিতা তোমার নামে আবৃত।"
এই চোখের মায়া কি জানতে পারবে,
ভালোবাসার কবিতা লেখতে বসবো কতবার?
আমি মনে মনে হৃদয়ে হৃদয়ে বলি,
এই চোখের মায়া মাঝে মাঝে আসবে আবার।"
"ঐ চোখের মায়াতে পড়েছি আমি,
মনের ভিতরে ছুঁয়ে গিয়েছে ক্ষণকাল।
স্বপ্নের আবেগে ভরে উঠে হৃদয়,
আকাশের তারা হয়ে গেছে সকাল।
ঐ চোখের মায়াতে পড়েছি আমি,
সৃষ্টির রহস্য তার অমৃত কানাকানি।