*****এক পশলা বৃষ্টি ******
আকাশের গোধুলি রঙ ফিকে হয়ে
গেছে, আকাশ ওড়া বকের পাখায়
সুর্যের শেষ আলো, প্যাঁচার চোখে
অন্ধকার নামে। কাঠঠোকরা ঠোঁট দিয়ে
ঠুকে ঠুকে জীবনটাকে ক্ষত বিক্ষত করে চলেছে।
এক পশলা ঠান্ডা হাওয়া, বোধ হয় দূরে কোথাও
বৃষ্টি হচ্ছে। মনের মধ্যে ভাবনা গুলো
ওলোট পালোট খেতেখেতে সামুদ্রিক
পাখি হয়ে বসে আছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ
সমুদ্রে ভেসে চলা হাল ভাঙা জাহাজের
মাস্তুলে। কোনো দিশা নেই, হারিয়ে
গেছে দিকচক্রবাল।
তেতুলপাতায় চুইয়ে চুইয়ে পরে মেয়েদের গায়ের
কামের গন্ধ, একটু টক টক । ফিনিক্স পাখির
মত আগুন খেকো শরীরটা যেন আগ্নেয়গিরি
হয়ে যায় মাঝেমাঝে, তখন মনে হয় এই
ধর্ষিত সমাজ ব্যবস্থাটাকে জলন্ত লাভা
দিয়ে ঢেকে দিতে,সব পুড়িয়ে খাক করে দিতে।
তুষের আগুনের মত মনের আগুন ধিকিধিকি
করে জ্বলছে i কামের আগুন সাপের মতো
সারা শরীরটাকে ক্রমাগত পেঁচিয়ে ধরছে।
পাখির ঠোঁটে ধরা কেঁচোর মতো
পিছলে যেতে চায় শরীরগুলো । নিবৃত্তি
না হওয়া পর্যন্ত শান্তি নেই মনে। তাই
আকাশের দিকে তাকিয়ে থাকি এক
পশলা বৃষ্টির জন্য..........
আকাশের গোধুলি রঙ ফিকে হয়ে
গেছে, আকাশ ওড়া বকের পাখায়
সুর্যের শেষ আলো, প্যাঁচার চোখে
অন্ধকার নামে। কাঠঠোকরা ঠোঁট দিয়ে
ঠুকে ঠুকে জীবনটাকে ক্ষত বিক্ষত করে চলেছে।
এক পশলা ঠান্ডা হাওয়া, বোধ হয় দূরে কোথাও
বৃষ্টি হচ্ছে। মনের মধ্যে ভাবনা গুলো
ওলোট পালোট খেতেখেতে সামুদ্রিক
পাখি হয়ে বসে আছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ
সমুদ্রে ভেসে চলা হাল ভাঙা জাহাজের
মাস্তুলে। কোনো দিশা নেই, হারিয়ে
গেছে দিকচক্রবাল।
তেতুলপাতায় চুইয়ে চুইয়ে পরে মেয়েদের গায়ের
কামের গন্ধ, একটু টক টক । ফিনিক্স পাখির
মত আগুন খেকো শরীরটা যেন আগ্নেয়গিরি
হয়ে যায় মাঝেমাঝে, তখন মনে হয় এই
ধর্ষিত সমাজ ব্যবস্থাটাকে জলন্ত লাভা
দিয়ে ঢেকে দিতে,সব পুড়িয়ে খাক করে দিতে।
তুষের আগুনের মত মনের আগুন ধিকিধিকি
করে জ্বলছে i কামের আগুন সাপের মতো
সারা শরীরটাকে ক্রমাগত পেঁচিয়ে ধরছে।
পাখির ঠোঁটে ধরা কেঁচোর মতো
পিছলে যেতে চায় শরীরগুলো । নিবৃত্তি
না হওয়া পর্যন্ত শান্তি নেই মনে। তাই
আকাশের দিকে তাকিয়ে থাকি এক
পশলা বৃষ্টির জন্য..........