Bose Arun
Favoured Frenzy
* একটা স্বপ্ন *****
একটা স্বপ্ন তাড়া করে ফেরে
কুয়াশা ঘেরা রাতের অন্ধকার,
কখনো বা রাতের গহীন আঁধার
করেনা আমার স্বপ্ন সাকার i
স্বপ্ন দেখা আমার কল্পনা বিলাস
স্বপ্নে আমি তোমাকে চাই ,
বাস্তবে তুমি অনেক দুরে
কখনো পাবো না জানি তাই i
আজ বসন্তে ফুলে ফুলে বন
যেনো রঙ্গীন কুমারী মন,
সেঁজেছে তোমার জন্য ,
আমিও সাঁজাব তোমায়
বাসন্তী আর গোলাপের রঙ্গে অনন্য ।
কোকিলের সুরে ময়ুরের ছন্দে
তোমার নুপুরের ধ্বনি বাজে i
তোমাকে দেখে সবুজ বনানী
ফুলে ফুলে উঠেছে সেঁজে i
স্বপ্নেতে যে তুমি আস যাও
আমার ঘুম হীন চোখের পাতায় .
বসন্ত ফিরে যায় তুমিও চলে যাও
শুধু রয়ে যায় কিছু আঁকি বুকি
আমার কবিতা লেখার খাতায় i
স্বপ্নটা আমার বিরতি হীন
কখনো আছে কখনো লীন ।
তবু স্বপ্ন দেখি তোমাকে পাবার,
স্তব্ধ হয়ে আসে রাত, ঘুম আসে না চোখে
তাড়া করে ফেরে বার বার i
একটা স্বপ্ন তাড়া করে ফেরে
কুয়াশা ঘেরা রাতের অন্ধকার,
কখনো বা রাতের গহীন আঁধার
করেনা আমার স্বপ্ন সাকার i
স্বপ্ন দেখা আমার কল্পনা বিলাস
স্বপ্নে আমি তোমাকে চাই ,
বাস্তবে তুমি অনেক দুরে
কখনো পাবো না জানি তাই i
আজ বসন্তে ফুলে ফুলে বন
যেনো রঙ্গীন কুমারী মন,
সেঁজেছে তোমার জন্য ,
আমিও সাঁজাব তোমায়
বাসন্তী আর গোলাপের রঙ্গে অনন্য ।
কোকিলের সুরে ময়ুরের ছন্দে
তোমার নুপুরের ধ্বনি বাজে i
তোমাকে দেখে সবুজ বনানী
ফুলে ফুলে উঠেছে সেঁজে i
স্বপ্নেতে যে তুমি আস যাও
আমার ঘুম হীন চোখের পাতায় .
বসন্ত ফিরে যায় তুমিও চলে যাও
শুধু রয়ে যায় কিছু আঁকি বুকি
আমার কবিতা লেখার খাতায় i
স্বপ্নটা আমার বিরতি হীন
কখনো আছে কখনো লীন ।
তবু স্বপ্ন দেখি তোমাকে পাবার,
স্তব্ধ হয়ে আসে রাত, ঘুম আসে না চোখে
তাড়া করে ফেরে বার বার i