******ঋতু*****
জৈষ্ঠ্য মাসের সন্ধ্যা বেলা
যখন দাড়াও নদীর কূলে,
মনের তরী চলল ভেসে
নদীর বুকে পালটি তুলে i
বর্ষা ঘনায় হরিন চোখে
অশ্রু সজল মনটি তোমার,
কোথায় গেল মনের মানুষ
মেঘকে পাঠাও খবর আনার i
খবর আসে মনের মানুষ
দাঁড়িয়ে আছে আকাশ তলে,
ভাবছে তুমি আসবে কখন
শিউলি ফুলের মালা গলে i
বসন্ত ফোটে বাহার হয়ে
তোমার গোলাপ মনটি ছুঁতে,
শীত যে আসে তোমার কাছে
তোমার ছোঁয়ায় ঊষ্ণ হতে i..........
জৈষ্ঠ্য মাসের সন্ধ্যা বেলা
যখন দাড়াও নদীর কূলে,
মনের তরী চলল ভেসে
নদীর বুকে পালটি তুলে i
বর্ষা ঘনায় হরিন চোখে
অশ্রু সজল মনটি তোমার,
কোথায় গেল মনের মানুষ
মেঘকে পাঠাও খবর আনার i
খবর আসে মনের মানুষ
দাঁড়িয়ে আছে আকাশ তলে,
ভাবছে তুমি আসবে কখন
শিউলি ফুলের মালা গলে i
বসন্ত ফোটে বাহার হয়ে
তোমার গোলাপ মনটি ছুঁতে,
শীত যে আসে তোমার কাছে
তোমার ছোঁয়ায় ঊষ্ণ হতে i..........