Bose Arun
Favoured Frenzy
*** উপলব্ধি ***
&& &&
পরিচয় হয়ে যায় কালের নিয়মে
এক মুহুর্তে শুন্য হয়ে যায় পথের ব্যাবধান।
হয়তো এখন আমরা কিছু অক্ষরের
সমষ্টিগত অবয়ব হীন বন্ধু।
তবু এই বন্ধুত্বের অসীম গভীরতায়
সমুদ্রও হার মেনে যায়।
বসন্তের দখিন হাওয়ার যেমন রূপ
নেই,উপলব্ধি আছে,তারই ছোঁয়ায়
কোকিল মন গেয়ে ওঠে কুহুকুহু রবে।
তেমনি আমাদের অজানা বন্ধুত্বের
উপলব্ধি স্নিগ্ধ করে দেয় মন।
মহাকালের লেখনী থেমে থাকে না, লিখে
যায় সকলের ভাগ্য।
কখন যে অজান্তে ভালোবেসে ফেলেছি
এই বন্ধুত্বের উপলব্ধি কে, বুঝতেও
পারিনি। কল্পনার রঙে রঙিন হয়ে ওঠে
মন,রূপ নেয় তোমার অবয়ব।
হাস্নুহানার গন্ধ মাখা তোমার ছোঁয়ায়
স্নিগ্ধ হয়ে ওঠে হৃদয়, অজানা খুশিতে
ঝলমল করে ওঠে আমার মন।
ছুটে যেতে চায়, নীল আকাশের গায়
বকের পাখায়। তাইতো ভেবেছি তোমাকে
সঙ্গে নিয়ে হারিয়ে যাবো দূর দুরান্তে
সবার অজান্তে।
&& &&
পরিচয় হয়ে যায় কালের নিয়মে
এক মুহুর্তে শুন্য হয়ে যায় পথের ব্যাবধান।
হয়তো এখন আমরা কিছু অক্ষরের
সমষ্টিগত অবয়ব হীন বন্ধু।
তবু এই বন্ধুত্বের অসীম গভীরতায়
সমুদ্রও হার মেনে যায়।
বসন্তের দখিন হাওয়ার যেমন রূপ
নেই,উপলব্ধি আছে,তারই ছোঁয়ায়
কোকিল মন গেয়ে ওঠে কুহুকুহু রবে।
তেমনি আমাদের অজানা বন্ধুত্বের
উপলব্ধি স্নিগ্ধ করে দেয় মন।
মহাকালের লেখনী থেমে থাকে না, লিখে
যায় সকলের ভাগ্য।
কখন যে অজান্তে ভালোবেসে ফেলেছি
এই বন্ধুত্বের উপলব্ধি কে, বুঝতেও
পারিনি। কল্পনার রঙে রঙিন হয়ে ওঠে
মন,রূপ নেয় তোমার অবয়ব।
হাস্নুহানার গন্ধ মাখা তোমার ছোঁয়ায়
স্নিগ্ধ হয়ে ওঠে হৃদয়, অজানা খুশিতে
ঝলমল করে ওঠে আমার মন।
ছুটে যেতে চায়, নীল আকাশের গায়
বকের পাখায়। তাইতো ভেবেছি তোমাকে
সঙ্গে নিয়ে হারিয়ে যাবো দূর দুরান্তে
সবার অজান্তে।