Bose Arun
Favoured Frenzy
নিন্দুকেরা ভাবে বসে
আর সময় কাটায় অন্যের অংক কষে
কে করেছে কয়টা দােষ
নিজে করে যা সব কিছুই খােশ।
কে হেঁটেছ আঁকাবাকা
কার পকেটে চিরনি রাখা
কে খেয়েছে বড় গ্রাস
কে করেনি দাঁতে ব্রাশ।
কে রেখেছে মাথায় বড় চুল
কে করেছে কয়টা ভুল
পরনিন্দাতে মগ্ন থেকে
নিজের গন্ধ আতরে ঢাকে।
ঘুমাতে গিয়ে বালিশ পায়না খুঁজে
একা একা হাসে নিজের হিসাব বুঝে
পরের হিসাবে করছে সে
নিজ বালিশে বসে।
নিজ পায়ের ময়লা মােছে রােজ
কাঁধের গামছা দিয়ে
পরনিন্দার নিচ্ছে নিত্য স্বাদ
নিজের কাজে নিজে থাকে উন্মাদ।
আর সময় কাটায় অন্যের অংক কষে
কে করেছে কয়টা দােষ
নিজে করে যা সব কিছুই খােশ।
কে হেঁটেছ আঁকাবাকা
কার পকেটে চিরনি রাখা
কে খেয়েছে বড় গ্রাস
কে করেনি দাঁতে ব্রাশ।
কে রেখেছে মাথায় বড় চুল
কে করেছে কয়টা ভুল
পরনিন্দাতে মগ্ন থেকে
নিজের গন্ধ আতরে ঢাকে।
ঘুমাতে গিয়ে বালিশ পায়না খুঁজে
একা একা হাসে নিজের হিসাব বুঝে
পরের হিসাবে করছে সে
নিজ বালিশে বসে।
নিজ পায়ের ময়লা মােছে রােজ
কাঁধের গামছা দিয়ে
পরনিন্দার নিচ্ছে নিত্য স্বাদ
নিজের কাজে নিজে থাকে উন্মাদ।