Tanvir
Favoured Frenzy
উত্তাল সমুদ্রে, অমানিশায় তুমি,
আমার বিশ্বাসের বাতিঘর,
এ বাতিঘর চিরদিন আমায়,
পথ দেখাবে চলার।
লড়াই চলছে, লড়াই চলবে,
তোমাকে পাওয়ার বিজয় আনন্দে।
তোমার ভালোবাসা, আমার শক্তি,
থাকবে হৃদয়ে খোদায় করা,
মুছে ফেলতে পারবে না,
কেউ তোমার নাম।
তোমাকে পাওয়ার আনন্দে,
ভালোবাসা আমার হৃদয়ে জাগে,
তুমি থাকবে আমার জীবনে,
সে জীবন কেড়ে নিবে,
সাধ্য আছে কার।
আমার বিশ্বাসের বাতিঘর,
এ বাতিঘর চিরদিন আমায়,
পথ দেখাবে চলার।
লড়াই চলছে, লড়াই চলবে,
তোমাকে পাওয়ার বিজয় আনন্দে।
তোমার ভালোবাসা, আমার শক্তি,
থাকবে হৃদয়ে খোদায় করা,
মুছে ফেলতে পারবে না,
কেউ তোমার নাম।
তোমাকে পাওয়ার আনন্দে,
ভালোবাসা আমার হৃদয়ে জাগে,
তুমি থাকবে আমার জীবনে,
সে জীবন কেড়ে নিবে,
সাধ্য আছে কার।