***** ইলশে গুঁড়ি *****
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
যেন ইলিশ মাছের আঁশ ,
বর্ষা কালে সাগর ছেড়ে
নদীর বুকে বাস i
নদীর মাঝে রুপোর ঝিলিক
চাঁদনী রাতের জোছনা ভাবি ,
নদীর বুকে সাঁতার কাটে
যেন নদীর নাকের নাকছাবি i
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
নদীর মনে সুর সুরি ,
জেলের জালে ধরা পরে
সবার পাতে মন চুরি i ..........
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
যেন ইলিশ মাছের আঁশ ,
বর্ষা কালে সাগর ছেড়ে
নদীর বুকে বাস i
নদীর মাঝে রুপোর ঝিলিক
চাঁদনী রাতের জোছনা ভাবি ,
নদীর বুকে সাঁতার কাটে
যেন নদীর নাকের নাকছাবি i
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
নদীর মনে সুর সুরি ,
জেলের জালে ধরা পরে
সবার পাতে মন চুরি i ..........