যেহেতু আমি নিকোটিন, তাই মূলত ধোঁয়া বিষয়ক কথা দিয়েই এই বক্তব্যের আরম্ভ। অতীব গুরুত্বপূর্ণ কাজ কর্ম সকাল হইতে করার পর, মস্তিষ্কে ধুম্র চালনার মাধ্যমে একটি অতি সাধারণ চিন্তা কে চালনা করেছি। সিগারেট এর পশ্চাৎ দেশে সজোরে টান দেওয়ার বদলে, যদি ইহাকে ফুঁক মারিয়া বাহিরে নিক্ষেপ করি তাহলে কি হইবে? ভাবনা কে সঙ্গী করিয়া দিলাম একটি ফুঁ, চর চর করিয়া সিগারেট টির এক চতুর্থাংশ জ্বলিয়া পুড়িয়া আমার ১৮ টাকার মধ্যে ৪.৫ টাকার পো মাড়িয়া দিল। তাই এহেন বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে একটিই সিদ্ধান্ত চূড়ান্ত রূপে অনুমোদন করিতেছি যে,
" যাহা পূর্ব হইতেই জ্বলিতেছে, তাহাতে লোক দেখাতে ফুঁ মারিবেন না, আরো জ্বলিয়া যাইতে পারে, খুব দরকার পড়িলে একটু ভেতরে টানিবেন, বহ্নিশিখা কে লেহন করিবেন, স্বাদ গ্রহণ করিবেন, মন ঠান্ডা হইবে, কিন্ত অগ্নি তে ঘৃত চালনা, কদাচিৎ নহে"
P.S:- জনস্বার্থে প্রচারিত। ইহা একটি ধোঁয়ার উপাখ্যান , তাই কিঞ্চিৎ সাধু চলিত অর্থাৎ গুরু চন্ডালি দোষ রয়েছে ।
" যাহা পূর্ব হইতেই জ্বলিতেছে, তাহাতে লোক দেখাতে ফুঁ মারিবেন না, আরো জ্বলিয়া যাইতে পারে, খুব দরকার পড়িলে একটু ভেতরে টানিবেন, বহ্নিশিখা কে লেহন করিবেন, স্বাদ গ্রহণ করিবেন, মন ঠান্ডা হইবে, কিন্ত অগ্নি তে ঘৃত চালনা, কদাচিৎ নহে"
P.S:- জনস্বার্থে প্রচারিত। ইহা একটি ধোঁয়ার উপাখ্যান , তাই কিঞ্চিৎ সাধু চলিত অর্থাৎ গুরু চন্ডালি দোষ রয়েছে ।