• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

আয়না

Bose Arun

Favoured Frenzy
******আয়না*******
&&& &&&
আয়নার সামনে দাড়িয়ে আছি, দেখি
আয়না আমাকে দেখে হাসছে , অবাক
হয়ে জিজ্ঞেস কোরলাম হটাৎ হাসির কি
হলো ? আয়না বললো তোমাকে দেখছি আর
আমার মাঝে তোমাকে আমি, তোমাকে
দেখাচ্ছি , তাই মজা লাগলো হাসি পেলো ।
আমি বললাম তুমিতো শুধু আমার বাইরেটাই
দেখাতে পারো, পারবে আমার ভেতরটা
দেখাতে ? আমার ভেতরের সুখ দুঃক্ষ আনন্দ
ভালবাসা কিছুইতো ভেসে ওঠে না তোমার
বুকে । কেউ যদি জিজ্ঞেস করে কেমন
আছো ? দেঁতো হাসি হেসে বলি ভালো ,
কিন্তু সেই মুহুর্তে আমার ভেতর টা
কালো । পারবে আমার সেই মুহূর্ত গুলো
দেখাতে ? যখন আমাকে ছেড়ে আমার
ভালবাসা চির দিনের মতো আর এক
জনের হাত ধরে চলে গেলো, আর আমি
হাসি মুখে দাড়িয়ে দাড়িয়ে দেখলাম ,
তখন আমার ভেতরে হৃদয় থেকে ঝরে
পরা ফোঁটা ফোঁটা রক্ত দেখাতে পারো
আয়না তোমার বুকে ? পারবে না তাই
হেসো না । আমার পিঠে কি রয়েছে দেখতে
পাচ্ছো ? পাচ্ছো না । এটা একটা বোঝা,
জীবনের দায় দায়িত্বের, যার ভারে দেহের
শিরদাঁড়া বেকে যায় i তাই বলি আয়না
তুমি আয়না হয়েই থাকো । আর আমাকে

দেখে ফ্যাক ফ্যাক করে হেসো না বুঝলে ?
 
******আয়না*******
&&& &&&
আয়নার সামনে দাড়িয়ে আছি, দেখি
আয়না আমাকে দেখে হাসছে , অবাক
হয়ে জিজ্ঞেস কোরলাম হটাৎ হাসির কি
হলো ? আয়না বললো তোমাকে দেখছি আর
আমার মাঝে তোমাকে আমি, তোমাকে
দেখাচ্ছি , তাই মজা লাগলো হাসি পেলো ।
আমি বললাম তুমিতো শুধু আমার বাইরেটাই
দেখাতে পারো, পারবে আমার ভেতরটা
দেখাতে ? আমার ভেতরের সুখ দুঃক্ষ আনন্দ
ভালবাসা কিছুইতো ভেসে ওঠে না তোমার
বুকে । কেউ যদি জিজ্ঞেস করে কেমন
আছো ? দেঁতো হাসি হেসে বলি ভালো ,
কিন্তু সেই মুহুর্তে আমার ভেতর টা
কালো । পারবে আমার সেই মুহূর্ত গুলো
দেখাতে ? যখন আমাকে ছেড়ে আমার
ভালবাসা চির দিনের মতো আর এক
জনের হাত ধরে চলে গেলো, আর আমি
হাসি মুখে দাড়িয়ে দাড়িয়ে দেখলাম ,
তখন আমার ভেতরে হৃদয় থেকে ঝরে
পরা ফোঁটা ফোঁটা রক্ত দেখাতে পারো
আয়না তোমার বুকে ? পারবে না তাই
হেসো না । আমার পিঠে কি রয়েছে দেখতে
পাচ্ছো ? পাচ্ছো না । এটা একটা বোঝা,
জীবনের দায় দায়িত্বের, যার ভারে দেহের
শিরদাঁড়া বেকে যায় i তাই বলি আয়না
তুমি আয়না হয়েই থাকো । আর আমাকে
দেখে ফ্যাক ফ্যাক করে হেসো না বুঝলে ?
:clapping: Khub valo likhecho
 
Top