******আসমানি শাড়ি******
@@ @@
বৃষ্টি ভেজা আসমানি শাড়িতে
জড়িয়ে আছে তোমার মন ।
জলন্ত আগুনে পুড়ে ছাই হওয়া আমি
বাড়িয়েছি হাত তোমাকে ছুঁতে ।
জীবনে যা চেয়েছি পাইনি
ধূসর ধুলোয় ঢেকে গেছে আমার পৃথিবী,
তোমার জল ভরা চোখ দেখি সারা দিন ।
বৃষ্টি ভেজা আসমানি শাড়িতে
এখনো জড়িয়ে আছে তোমার মন ।
আকাশ অনেক দূরে আমি মাটীর ওপরে,
পিছলে যাওয়া সিড়ি গুলো আমার পায়ের নিচে ।
কোথায় যেতে চাও তুমি আমার সাথে ?
আমার জীবনের সিড়ি গুলো চলে না ওপরের দিকে,
তবু তোমার জল ভরা চোখ দেখি সারা দিন,
বৃষ্টি ভেজা আসমানি শাড়িতে
এখনো জড়িয়ে আছে তোমার মন ।
ক্ষুদার্থ চিল উড়ে বেড়ায় আকাশ সীমানায়
তাকিয়ে থাকে পৃথিবীর বুকে বাঁচার আশায় ।
যদি আবার আকাশ ভরে ওঠে জল ভরা মেঘে,
আমিও চেয়ে থাকি তোমার
ছল ছল চোখের দিকে আর ছুঁতে চাই
তোমার বৃষ্টি ভেজা আসমানি শাড়ি ,
শুধু বেঁচে থাকার একটু আশায়……
বৃষ্টি ভেজা আসমানি শাড়িতে
এখনো জড়িয়ে আছে তোমার মন ।
@@ @@
বৃষ্টি ভেজা আসমানি শাড়িতে
জড়িয়ে আছে তোমার মন ।
জলন্ত আগুনে পুড়ে ছাই হওয়া আমি
বাড়িয়েছি হাত তোমাকে ছুঁতে ।
জীবনে যা চেয়েছি পাইনি
ধূসর ধুলোয় ঢেকে গেছে আমার পৃথিবী,
তোমার জল ভরা চোখ দেখি সারা দিন ।
বৃষ্টি ভেজা আসমানি শাড়িতে
এখনো জড়িয়ে আছে তোমার মন ।
আকাশ অনেক দূরে আমি মাটীর ওপরে,
পিছলে যাওয়া সিড়ি গুলো আমার পায়ের নিচে ।
কোথায় যেতে চাও তুমি আমার সাথে ?
আমার জীবনের সিড়ি গুলো চলে না ওপরের দিকে,
তবু তোমার জল ভরা চোখ দেখি সারা দিন,
বৃষ্টি ভেজা আসমানি শাড়িতে
এখনো জড়িয়ে আছে তোমার মন ।
ক্ষুদার্থ চিল উড়ে বেড়ায় আকাশ সীমানায়
তাকিয়ে থাকে পৃথিবীর বুকে বাঁচার আশায় ।
যদি আবার আকাশ ভরে ওঠে জল ভরা মেঘে,
আমিও চেয়ে থাকি তোমার
ছল ছল চোখের দিকে আর ছুঁতে চাই
তোমার বৃষ্টি ভেজা আসমানি শাড়ি ,
শুধু বেঁচে থাকার একটু আশায়……
বৃষ্টি ভেজা আসমানি শাড়িতে
এখনো জড়িয়ে আছে তোমার মন ।