Bose Arun
Favoured Frenzy
আলোছায়া।
###############
তীর ভেঙে ভেঙে ঢেউ খেলা করে,
বোঝেনা সে তীরের হৃদয় ব্যথা।
যবে কুসুম ফোটে জোছনা ঝরে
মনে কি পরে অমানিশায় কথা?
ভোরের আলো আনে নব চেতনা
জাগায় সে বিহঙ্গ কন্ঠে কাকলি।
সে ক্ষণে বোঝে কে আঁধার বেদনা,
ভোলে যে আঁধারের দান সকলি।।
যবে আসি অলি কলিরে ভুলায়,
সে মধুর ক্ষণ ভুলিবার নয়।
একদিন সে যে ঝরিবে ধূলায়
সে কথা কভু আসে না ভাবনায়।।
সুখ সাগরে অবগাহন করি
মহা আনন্দকে মুক্তায় ভরি ডালি।
তাহা দিয়ে মালাখানি গড়ি,
করি ঝিনুকের বুকখানি খালি।।
মধু মিলনের ফুল শয্যাতে,
প্রিয় বঁধূরে কাছে টেনে লয়।
পারেনা বিরহ ব্যথা কি বুঝিতে,
সে বর্তমানের স্রোতে ভেসে যায়।।
প্রদীপ আলোয় ঘর একাকার,
জীবন বুঝি নূতন সুরে জাগে।
অজানা থাকে নীচের অন্ধকার,
আলোরই শুধু সবার ভাল লাগে।।
###############
তীর ভেঙে ভেঙে ঢেউ খেলা করে,
বোঝেনা সে তীরের হৃদয় ব্যথা।
যবে কুসুম ফোটে জোছনা ঝরে
মনে কি পরে অমানিশায় কথা?
ভোরের আলো আনে নব চেতনা
জাগায় সে বিহঙ্গ কন্ঠে কাকলি।
সে ক্ষণে বোঝে কে আঁধার বেদনা,
ভোলে যে আঁধারের দান সকলি।।
যবে আসি অলি কলিরে ভুলায়,
সে মধুর ক্ষণ ভুলিবার নয়।
একদিন সে যে ঝরিবে ধূলায়
সে কথা কভু আসে না ভাবনায়।।
সুখ সাগরে অবগাহন করি
মহা আনন্দকে মুক্তায় ভরি ডালি।
তাহা দিয়ে মালাখানি গড়ি,
করি ঝিনুকের বুকখানি খালি।।
মধু মিলনের ফুল শয্যাতে,
প্রিয় বঁধূরে কাছে টেনে লয়।
পারেনা বিরহ ব্যথা কি বুঝিতে,
সে বর্তমানের স্রোতে ভেসে যায়।।
প্রদীপ আলোয় ঘর একাকার,
জীবন বুঝি নূতন সুরে জাগে।
অজানা থাকে নীচের অন্ধকার,
আলোরই শুধু সবার ভাল লাগে।।