Bose Arun
Favoured Frenzy
*** আমি বৃষ্টি ***
তোমার কালো চুলে
আকাশ ঢাকা মেঘ জমেছে ,
তোমার চোখের তারায়
বিদ্যুতের ঝিলিক ,
সব কিছু আবছা করে দিয়ে
তুমি এসে দাড়ালে, বললে ..
আমি এসেছি তোমার কাছে,
আমি বৃষ্টি ……
তোমাকে ভালো করে
দেখতে পাচ্ছি না,
মনে হচ্ছে তুমি সিক্ত বসনে
ময়ূরের ছন্দে ভেসে বেড়াচ্ছো ।
তোমার ভেজা শাড়ি তোমাকে
আরো আদর করে তোমার
শরীরের বাকে বাকে জড়িয়ে আছে ।
তুমি এসে দাঁড়ালে আমার সামনে,
এ বার তোমাকে দেখতে পাচ্ছি,
তোমার টলটলে বৃষ্টি ভেজা মুখ,
তোমার চোখের উচ্ছলতা,
তোমার ভেজা ঠোঁটের দুর্নিবার
আকর্ষণ,তুমি আমার হাত ধরলে,
আমিও যেন গলে যাচ্ছি
বৃষ্টির ধারার মতো …………..
বৃষ্টির জল কণা গুলো আমাদের
দুজনকে আবছা করে দিচ্ছে…….
শুধু মনে হলো তুমি
আমার কানে কানে বললে…..
আমি বৃষ্টি…..আমি এসেছি
তোমার কাছে......
আমাকে ভালোবাসবে না?
******
তোমার কালো চুলে
আকাশ ঢাকা মেঘ জমেছে ,
তোমার চোখের তারায়
বিদ্যুতের ঝিলিক ,
সব কিছু আবছা করে দিয়ে
তুমি এসে দাড়ালে, বললে ..
আমি এসেছি তোমার কাছে,
আমি বৃষ্টি ……
তোমাকে ভালো করে
দেখতে পাচ্ছি না,
মনে হচ্ছে তুমি সিক্ত বসনে
ময়ূরের ছন্দে ভেসে বেড়াচ্ছো ।
তোমার ভেজা শাড়ি তোমাকে
আরো আদর করে তোমার
শরীরের বাকে বাকে জড়িয়ে আছে ।
তুমি এসে দাঁড়ালে আমার সামনে,
এ বার তোমাকে দেখতে পাচ্ছি,
তোমার টলটলে বৃষ্টি ভেজা মুখ,
তোমার চোখের উচ্ছলতা,
তোমার ভেজা ঠোঁটের দুর্নিবার
আকর্ষণ,তুমি আমার হাত ধরলে,
আমিও যেন গলে যাচ্ছি
বৃষ্টির ধারার মতো …………..
বৃষ্টির জল কণা গুলো আমাদের
দুজনকে আবছা করে দিচ্ছে…….
শুধু মনে হলো তুমি
আমার কানে কানে বললে…..
আমি বৃষ্টি…..আমি এসেছি
তোমার কাছে......
আমাকে ভালোবাসবে না?
******