A
arunbose
Guest
অনেক দু:খ আমার মনের মাঝে
তাই মন বসে না কোনো কজে,
পুটি তুই কোথায় গেলি,
দূরে গিয়ে কি সুখ পেলি?
আয়না সোনা আমার বুকে
এক বিছানায় ঘুমাই সুখে।
তুইতো আমার সোনা মনি
আমার কাছে হীরের খনি।
তোর ছোঁয়া যেনো দখীন হাওয়া,
তোকে পেলে আমার সব পাওয়া।
তাই মন বসে না কোনো কজে,
পুটি তুই কোথায় গেলি,
দূরে গিয়ে কি সুখ পেলি?
আয়না সোনা আমার বুকে
এক বিছানায় ঘুমাই সুখে।
তুইতো আমার সোনা মনি
আমার কাছে হীরের খনি।
তোর ছোঁয়া যেনো দখীন হাওয়া,
তোকে পেলে আমার সব পাওয়া।
Last edited by a moderator: