Tanvir
Favoured Frenzy
আমি ঐ আকাশের তারা হয়ে,
দেখবো তোমায়,
আমার জন্য তোমার মুখে,
শোকের হাসি।
বৃষ্টি হবে কালো মেঘে,
ঢেকে যাবে চারিদিক,
আমার মনে অন্য জগতের,
আলোর খেলা ঝিকমিক।
চন্দ্রিমা হবে আমার নতুন,
কবিতার আদর্শ,
তুমি হবে আমার ব্যর্থতা,
আর দুখের রাত্রি।
বাতাস হবে আমার স্বপ্নের সাথী,
আমি হবো দূর আকাশের,
তারাদের সাথী।
মেঘের সাথি হবো আমি রঙিন আকাশে,
সূর্য হবে আমার সুখের প্রকাশ।
তারাদের সাথি হবো আমি সব সময়,
ঐ আকাশের তারা হয়ে দেখবো তোমায়।
চাঁদনী রাতের আলো হয়ে দেখবো তোমায়,
সেই আলোতে তোমায় দেখে,
মন ভরে যাবে আমার।
বাতাসের সোনার হাওয়া হয়ে,
হৃদয় পাবে তোমার ছোঁয়া,
মন ভরে যাবে তখন আমার।
জলছবি হয়ে মেঘের ভেতরে চলে আসবো,
অশ্রু হয়ে গহীন হৃদয়ে ভরে যাবে তোমায়।
সূর্যের রশ্মি সোনালী বৃষ্টি হয়ে,
হৃদয় জুড়িয়ে থাকবে সাজানো তোমায়।
আমি ঐ আকাশের তারা হয়ে দেখবো তোমায়,
তোমায় প্রেমের আলোয় চোখ ভরে যাবে আমার।
দেখবো তোমায়,
আমার জন্য তোমার মুখে,
শোকের হাসি।
বৃষ্টি হবে কালো মেঘে,
ঢেকে যাবে চারিদিক,
আমার মনে অন্য জগতের,
আলোর খেলা ঝিকমিক।
চন্দ্রিমা হবে আমার নতুন,
কবিতার আদর্শ,
তুমি হবে আমার ব্যর্থতা,
আর দুখের রাত্রি।
বাতাস হবে আমার স্বপ্নের সাথী,
আমি হবো দূর আকাশের,
তারাদের সাথী।
মেঘের সাথি হবো আমি রঙিন আকাশে,
সূর্য হবে আমার সুখের প্রকাশ।
তারাদের সাথি হবো আমি সব সময়,
ঐ আকাশের তারা হয়ে দেখবো তোমায়।
চাঁদনী রাতের আলো হয়ে দেখবো তোমায়,
সেই আলোতে তোমায় দেখে,
মন ভরে যাবে আমার।
বাতাসের সোনার হাওয়া হয়ে,
হৃদয় পাবে তোমার ছোঁয়া,
মন ভরে যাবে তখন আমার।
জলছবি হয়ে মেঘের ভেতরে চলে আসবো,
অশ্রু হয়ে গহীন হৃদয়ে ভরে যাবে তোমায়।
সূর্যের রশ্মি সোনালী বৃষ্টি হয়ে,
হৃদয় জুড়িয়ে থাকবে সাজানো তোমায়।
আমি ঐ আকাশের তারা হয়ে দেখবো তোমায়,
তোমায় প্রেমের আলোয় চোখ ভরে যাবে আমার।