* তুমি আমার হতে *
যদি তুমি আমার হতে
দিতাম তোমায় নীল আকাশ,
যদি তুমি ভালোবাসতে
দিতাম, দখিনা বাতাস।
কৃষ্ণচূড়ায় সাজিয়ে দিতাম
মেঘ বরণ তোমার চুল,
কানে তোমার পরিয়ে দিতাম
শিউলি ফুলের ঝুমকো দূল।
তোমার নাকের নাকছাবিটা
বানিয়ে দিতাম মুক্তো দিয়ে,
বকের পাখায় উড়ে যেতাম
দূর দিগন্তে তোমায় নিয়ে।
তুমি যদি বলতে এসে
আমায় তুমি ভালোবাসো,
দুহাতে তোমার মুখটি তুলে
বলতাম, মিষ্টি করে একটু হাসো
*******&&******
যদি তুমি আমার হতে
দিতাম তোমায় নীল আকাশ,
যদি তুমি ভালোবাসতে
দিতাম, দখিনা বাতাস।
কৃষ্ণচূড়ায় সাজিয়ে দিতাম
মেঘ বরণ তোমার চুল,
কানে তোমার পরিয়ে দিতাম
শিউলি ফুলের ঝুমকো দূল।
তোমার নাকের নাকছাবিটা
বানিয়ে দিতাম মুক্তো দিয়ে,
বকের পাখায় উড়ে যেতাম
দূর দিগন্তে তোমায় নিয়ে।
তুমি যদি বলতে এসে
আমায় তুমি ভালোবাসো,
দুহাতে তোমার মুখটি তুলে
বলতাম, মিষ্টি করে একটু হাসো
*******&&******