Tanvir
Favoured Frenzy
আমার মনে তুমি আছো,
সব সময় মনে রেখো,
আমি জানি তুমি নেই,
ভালোবাসি আজও তোমাকে,
তোমার মুখের হাসি,
আমার হৃদয়ে পুশে রেখেছি।
আমার মনে তুমি আছো,
সব সময় মনে রেখো,
তোমার বিনা এ জীবন,
আমার জীবনে আর অর্থ নেই
তুমি নেই, কেউ নেই,
আমার মনে তুমি আছো,
সব সময় মনে রেখো।
আমি নিজেকে হারাতে চাই না,
কারো আশায় জীবন গড়তে চাই না
তোমার ইচ্ছে আমি হতে চাই,
কারো সাথে আমি হতে চাই না।
আমার সব স্বপ্ন তোমার সাথে,
আমার সব আশাও তোমার সাথে
তুমি নেই সব চলে গেছে,
আমার জীবন শূন্য এখন
তুমি আছো আমার মনে,
সব সময় তোমার সাথে।
সব সময় মনে রেখো,
আমি জানি তুমি নেই,
ভালোবাসি আজও তোমাকে,
তোমার মুখের হাসি,
আমার হৃদয়ে পুশে রেখেছি।
আমার মনে তুমি আছো,
সব সময় মনে রেখো,
তোমার বিনা এ জীবন,
আমার জীবনে আর অর্থ নেই
তুমি নেই, কেউ নেই,
আমার মনে তুমি আছো,
সব সময় মনে রেখো।
আমি নিজেকে হারাতে চাই না,
কারো আশায় জীবন গড়তে চাই না
তোমার ইচ্ছে আমি হতে চাই,
কারো সাথে আমি হতে চাই না।
আমার সব স্বপ্ন তোমার সাথে,
আমার সব আশাও তোমার সাথে
তুমি নেই সব চলে গেছে,
আমার জীবন শূন্য এখন
তুমি আছো আমার মনে,
সব সময় তোমার সাথে।