**** আবহাওয়া *****
আবহাওয়া বদলে গেছে ,
এখন আর ছয় ঋতু নয়
তিন ঋতুর খেলা .....
গ্রীষ্ম আর বর্ষা হাতে হাত ধরে
খুঁজে বেড়ায় শীত কে i
এখন আসার কথা মৌসুমী বাতাস
এসে হাজির পূবের বাতাস i
গঙ্গা আর সাগর থেকে
ইলিশের দল উধাও ,
আশ্রয় নিয়েছে পদ্মার বুকে i
চাষীদের মাথায়ে হাত ,
বর্ষায় নামে না বৃষ্টি
শুধু প্যাচপ্যাচে গরম i
আবহাওয়া বদলে গেছে ,
শান্তির বদলে সন্ত্রাস ,
পর্যটন বাসে একটি
গ্রেনেডের বিস্ফোরণ i
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে
ছিন্ন বিছিন্ন দেহ .....
যেখানে প্রজাপতিরা এখনো খুঁজে বেড়ায়
হারিয়ে যাওয়া শরত হেমন্ত আর বসন্তকে ....
পায় না খুঁজে ,
আবহাওয়া বদলে গেছে .........
*******
আবহাওয়া বদলে গেছে ,
এখন আর ছয় ঋতু নয়
তিন ঋতুর খেলা .....
গ্রীষ্ম আর বর্ষা হাতে হাত ধরে
খুঁজে বেড়ায় শীত কে i
এখন আসার কথা মৌসুমী বাতাস
এসে হাজির পূবের বাতাস i
গঙ্গা আর সাগর থেকে
ইলিশের দল উধাও ,
আশ্রয় নিয়েছে পদ্মার বুকে i
চাষীদের মাথায়ে হাত ,
বর্ষায় নামে না বৃষ্টি
শুধু প্যাচপ্যাচে গরম i
আবহাওয়া বদলে গেছে ,
শান্তির বদলে সন্ত্রাস ,
পর্যটন বাসে একটি
গ্রেনেডের বিস্ফোরণ i
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে
ছিন্ন বিছিন্ন দেহ .....
যেখানে প্রজাপতিরা এখনো খুঁজে বেড়ায়
হারিয়ে যাওয়া শরত হেমন্ত আর বসন্তকে ....
পায় না খুঁজে ,
আবহাওয়া বদলে গেছে .........
*******