Day_Dreamer
Favoured Frenzy
আদতে আমি অলস, আর ভাষা আমার আড়াল। আদতে আমি অপরাধী আর সংযম আমার প্রতিভা। আদতে আমি চন্ডাল আর সাদা আমার প্রিয় রং। আদতে আমি পলাতক আর প্রেম আমার পান্থশালা। আদতে আমি কুসংস্কারাচ্ছন্ন আর অলিক আমার মুদ্রাদোষ। আদতে আমি ছিচকাঁদুনে আর অহং আমার অশ্রু। আদতে আমি লোভী আর ভারসাম্য আমার ক্ষুধা। আদতে আমি অধৈর্য আর সময় আমার প্রতিযোগী। আদতে আমি কৌতুহল আর স্বপ্ন আমার জিজ্ঞাসা। আদতে আমি তুমি আর তুমি আমার গন্তব্য....