A
arunbose
Guest
আজকের রুবী রায় ********
আমি কোনো দিন তোমাকে বোঝাতে
পারলাম না আমি যে তোমাকে ভালবাসি,
তোমার মনের শুকনো মরুভুমিতে ভালবাসার
জলের খোঁজ করতে গিয়ে কাটায় ক্ষত
বিক্ষতই হয়েছি ..তবুও তোমার মনে
কোনো ছাপ ফেলতে পারিনি, হয়েতো
তোমাকে ভালবাসার কোনো অধিকারই আমার
নেই i আমি হয়েতো তোমার মনের কাছে
উপহাসের বিলাস সামগ্রীর মতো, যা কিনা
কোনো দিন তোমার হৃদয় স্পর্শ করতে
পারেনি i এক দিন শুধু খেলার ছলে জিজ্ঞেস
করেছিলে ...কোথায় থাকো তুমি ? আজও
ভুলিনি সেই কথাটা ..দূর থেকে দেখি দু
বিনুনি দুলিয়ে বন্ধুদের সাথে তুমি একটি
ছট ফটে ঝরনার মত উচ্ছল হয়ে স্কুলে
যাও, কিছু দুরে কেউ এক জন শুধু তোমাকে
একবার দেখার জন্য দাঁড়িয়ে থাকে সেটা
ভুলেও বুঝতে পারো না তুমি i রুবী রায়ের
জন্য কিশোর ছেলেটি হয়েতো চিঠি হাতে
দাঁড়িয়ে থাকতো আর আমি তোমাকে দেবার
জন্য ..শীতের মেঠো পথ পাড়ি দিয়ে, বর্ষার
কাদা জলে কদম ফুল পেড়ে, চৈত্রের দুপুরের
আমের মুকুল সব নিয়ে দাড়িয়ে থাকতাম যদি
একবার চোখ তুলে দেখো । আমি জানি তুমি
আমাকে দেখেও এমন ভাব করতে যেন
আমি এই পৃথিবীতে অজানা কোনো জীব i
শুধু ওই এক দিনই বন্ধুদের সাথে শান্ত
নদীর মত স্কুল এর পথে যেতে যেতে থমকে
দাড়িয়ে ছিলে আমার সামনে আর চোখে চোখ
রেখে আমাকে বলেছিলে ..কোথায় থাকো তুমি ?
আমি কোনো দিন তোমাকে বোঝাতে
পারলাম না আমি যে তোমাকে ভালবাসি,
তোমার মনের শুকনো মরুভুমিতে ভালবাসার
জলের খোঁজ করতে গিয়ে কাটায় ক্ষত
বিক্ষতই হয়েছি ..তবুও তোমার মনে
কোনো ছাপ ফেলতে পারিনি, হয়েতো
তোমাকে ভালবাসার কোনো অধিকারই আমার
নেই i আমি হয়েতো তোমার মনের কাছে
উপহাসের বিলাস সামগ্রীর মতো, যা কিনা
কোনো দিন তোমার হৃদয় স্পর্শ করতে
পারেনি i এক দিন শুধু খেলার ছলে জিজ্ঞেস
করেছিলে ...কোথায় থাকো তুমি ? আজও
ভুলিনি সেই কথাটা ..দূর থেকে দেখি দু
বিনুনি দুলিয়ে বন্ধুদের সাথে তুমি একটি
ছট ফটে ঝরনার মত উচ্ছল হয়ে স্কুলে
যাও, কিছু দুরে কেউ এক জন শুধু তোমাকে
একবার দেখার জন্য দাঁড়িয়ে থাকে সেটা
ভুলেও বুঝতে পারো না তুমি i রুবী রায়ের
জন্য কিশোর ছেলেটি হয়েতো চিঠি হাতে
দাঁড়িয়ে থাকতো আর আমি তোমাকে দেবার
জন্য ..শীতের মেঠো পথ পাড়ি দিয়ে, বর্ষার
কাদা জলে কদম ফুল পেড়ে, চৈত্রের দুপুরের
আমের মুকুল সব নিয়ে দাড়িয়ে থাকতাম যদি
একবার চোখ তুলে দেখো । আমি জানি তুমি
আমাকে দেখেও এমন ভাব করতে যেন
আমি এই পৃথিবীতে অজানা কোনো জীব i
শুধু ওই এক দিনই বন্ধুদের সাথে শান্ত
নদীর মত স্কুল এর পথে যেতে যেতে থমকে
দাড়িয়ে ছিলে আমার সামনে আর চোখে চোখ
রেখে আমাকে বলেছিলে ..কোথায় থাকো তুমি ?