Bose Arun
Favoured Frenzy
******আজকের বসন্ত******
বসে আছি তোমার বসার ঘরে
সিগারেটের ধোঁয়ায় অন্ধকার,
তুমি বাথ রুমে গেলে হাতে নিয়ে
দুটো পলাশ ফুল। তোমার বাথ
রুমেও বসন্ত এসেছে, রুম ফ্রেশ
নারে ফুলের গন্ধ। ততক্ষনে
মবাইলে মাল্টি প্লেক্সের টিকিট
কেটেছি। বসন্তের স্নিগ্ধ্ দখিনা
বাতাস তুমি শরীরে পেতে চাও
তাই পরনে হট প্যান্ট আর টি শার্ট।
সিনেমা হলের ছাদে মিট মিটে তারা ।
আর অন্ধকার হতেই লাইট নেভানো
আমার বেড রুম। হাত দুটো খুঁজে
নেয় পর্বত মালা যেন স্বপ্ন ছুঁতে চায়।
ফুলে ফুলে ফুটন্ত বাসন্তী শরীর আমার
হাতের মাঝে। প্রকৃতির বসন্ত হার
মেনে যায় তোমার আমার কাছে
অন্ধকার সিনেমা হলের মাঝে । *********
বসে আছি তোমার বসার ঘরে
সিগারেটের ধোঁয়ায় অন্ধকার,
তুমি বাথ রুমে গেলে হাতে নিয়ে
দুটো পলাশ ফুল। তোমার বাথ
রুমেও বসন্ত এসেছে, রুম ফ্রেশ
নারে ফুলের গন্ধ। ততক্ষনে
মবাইলে মাল্টি প্লেক্সের টিকিট
কেটেছি। বসন্তের স্নিগ্ধ্ দখিনা
বাতাস তুমি শরীরে পেতে চাও
তাই পরনে হট প্যান্ট আর টি শার্ট।
সিনেমা হলের ছাদে মিট মিটে তারা ।
আর অন্ধকার হতেই লাইট নেভানো
আমার বেড রুম। হাত দুটো খুঁজে
নেয় পর্বত মালা যেন স্বপ্ন ছুঁতে চায়।
ফুলে ফুলে ফুটন্ত বাসন্তী শরীর আমার
হাতের মাঝে। প্রকৃতির বসন্ত হার
মেনে যায় তোমার আমার কাছে
অন্ধকার সিনেমা হলের মাঝে । *********