Tanvir
Favoured Frenzy
আজও রাত জেগে থাকি তোমার আশায়,
তুমি আসবে বলে আসলেনা ফিরে,
বুকে ব্যাথা নিয়ে জেগে থাকি,
ঘুম আসে না দু চোখে আমার।
তুমি আছো কতো সুখে,
আমি আছি বুকে পাথর বেধে,
আমাকে একা রেখে ধোকা দিয়ে,
তুমি আছো সুখের জীবন নিয়ে।
ঘুম নেই চোখে,
তুমি চলে গেলে,
আমি কাদি নিরবে,
তোমারই দেওয়া ব্যাথ্যায়।
কি ব্যাথা আমায় দিলে,
মরি আমি ধুকে ধুকে,
করেছো তুমি নিঃস্ব আমায়,
আমি ভুলতে পারেনি তোমায়।
ব্যাথায় কাদি আমি নিরবে,
তুমি আছো কত সুখে,
আমার চোখের ঘুম কেড়ে,
তুমি ঘুমাও অন্যের বুকে।
দেবনা অভিশাপ আমি,
সুখে থেকো তুমি,
তোমারই অপেক্ষাতে আমি,
থাকব জীবন ভর।
আজও রাত জেগে থাকি তোমার আশায়,
তুমি আসবে বলে আসলেনা ফিরে,
বুকে ব্যাথা নিয়ে জেগে থাকি,
ঘুম আসে না দু চোখে আমার।
তুমি আসবে বলে আসলেনা ফিরে,
বুকে ব্যাথা নিয়ে জেগে থাকি,
ঘুম আসে না দু চোখে আমার।
তুমি আছো কতো সুখে,
আমি আছি বুকে পাথর বেধে,
আমাকে একা রেখে ধোকা দিয়ে,
তুমি আছো সুখের জীবন নিয়ে।
ঘুম নেই চোখে,
তুমি চলে গেলে,
আমি কাদি নিরবে,
তোমারই দেওয়া ব্যাথ্যায়।
কি ব্যাথা আমায় দিলে,
মরি আমি ধুকে ধুকে,
করেছো তুমি নিঃস্ব আমায়,
আমি ভুলতে পারেনি তোমায়।
ব্যাথায় কাদি আমি নিরবে,
তুমি আছো কত সুখে,
আমার চোখের ঘুম কেড়ে,
তুমি ঘুমাও অন্যের বুকে।
দেবনা অভিশাপ আমি,
সুখে থেকো তুমি,
তোমারই অপেক্ষাতে আমি,
থাকব জীবন ভর।
আজও রাত জেগে থাকি তোমার আশায়,
তুমি আসবে বলে আসলেনা ফিরে,
বুকে ব্যাথা নিয়ে জেগে থাকি,
ঘুম আসে না দু চোখে আমার।