*** আকাশ ***
এখানে একটা আকাশ ছিল
জানতো না তো কেউ,
নীলনীলিমার আসীম সিমা
মেঘে মেঘে ঢেউ।
সেই আকাশের নীল চাঁদোয়ায়
তারার মালার চুমকি ছটা ,
তোমার আমার মনের বনে
সাঁঝ বেলাকার শিউলি ফোঁটা।
এখানে একটা হৃদয় ছিল
জানতো না তো কেউ,
সবুজ তোমার স্বপ্ন মনে
নীল সাগরের ঢেউ।
সেই হৃদয়ের গভীর নীড়ে
একটি প্রদীপ জ্বলা,
তোমার আমার ভালোবাসার
এক সাথে পথ চলা। *****
এখানে একটা আকাশ ছিল
জানতো না তো কেউ,
নীলনীলিমার আসীম সিমা
মেঘে মেঘে ঢেউ।
সেই আকাশের নীল চাঁদোয়ায়
তারার মালার চুমকি ছটা ,
তোমার আমার মনের বনে
সাঁঝ বেলাকার শিউলি ফোঁটা।
এখানে একটা হৃদয় ছিল
জানতো না তো কেউ,
সবুজ তোমার স্বপ্ন মনে
নীল সাগরের ঢেউ।
সেই হৃদয়ের গভীর নীড়ে
একটি প্রদীপ জ্বলা,
তোমার আমার ভালোবাসার
এক সাথে পথ চলা। *****