View attachment 311830View attachment 311832 বছর কুড়ি পঁচিশ আগে প্রায়শই দেখতে পাওয়া যেতো এই গাছ টাকে কোনো পুকুর বা ডোবার পাড়ে, এখন আর দেখতে পাইনা সচরাচর। তাই সুযোগ পেয়েই ক্যামেরা বন্দি করেছিলাম এই গাছ আর তার ফল গুলোকে। ফল গুলো এখনো অপরিণত ,বৈশাখের শেষে পাকতে শুরু করবে ।ছোটবেলায় শুনেছিলাম এই ফল খেলে নাকি ক্ষুধা মন্দ রোগ থেকে আরোগ্য লাভ করা যায় যদিও আধুনিক চিকিৎসা শাস্ত্রে এর গ্রহণ যোগ্যতা কতোটা তা আমার জানা নেই। তবে গাছ টাকে দেখলেই আজও মনে প্রশ্নের উদ্রেক হয়- "তুমি বলছ দুপুর এখন সবে, নাহয় যেন সত্যি হল তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হল মনে করতে নাই? " ....ধন্যবাদ রবি ঠাকুর এই ভাবেও ভাবতে শেখানোর জন্য ।