গোল কাটা এক ফুটো
তাতে জমানো খড়কুটো
ধুম্র কিছু স্মৃতি
আর পায়ে পচে যাওয়া জুতো
স্বপ্নের ভারে ভারী
মুখে পেকে যাওয়া চাপ দাড়ি
ধূসর সাদা চোখে
আজও অমলিন কোনো নারী
প্রায় ভুলে বসা কোনো ছোঁয়া
সেই বুকে মাথা রেখে শোয়া
কালো ফুসফুসে শুধু কফ
আর মাথায় জমেছে ধোঁয়া
তাকে ভেবে হাসি, নেই লাজ
গায়ে ফাটা ছেড়া ধূলি সাজ
রাস্তায় করি পিছু তাকে
সে পাগল বলেছে আজ!
- ধোঁয়া
।।বালকবিতা।।
তাতে জমানো খড়কুটো
ধুম্র কিছু স্মৃতি
আর পায়ে পচে যাওয়া জুতো
স্বপ্নের ভারে ভারী
মুখে পেকে যাওয়া চাপ দাড়ি
ধূসর সাদা চোখে
আজও অমলিন কোনো নারী
প্রায় ভুলে বসা কোনো ছোঁয়া
সেই বুকে মাথা রেখে শোয়া
কালো ফুসফুসে শুধু কফ
আর মাথায় জমেছে ধোঁয়া
তাকে ভেবে হাসি, নেই লাজ
গায়ে ফাটা ছেড়া ধূলি সাজ
রাস্তায় করি পিছু তাকে
সে পাগল বলেছে আজ!
- ধোঁয়া
।।বালকবিতা।।