ঘুম ভেঙে যায় ভোর বেলাতে
চেয়ে দেখি গগনটাকে,
রৌদ্রোতে ঝলমলিয়ে হাসছে দেখো
সবার মাঝে।
ওর ই উপর উড়ছে পাখি
পাখনা মেলে আলোয় ভিজে।
ওর ই উপর চলছে বিমান
দ্রুত বেগে ইঞ্জিনেতে।
ওর ই মাঝে অম্বরটি
ভরে আছে নানা রঙে ।
গৌতম,:-----
চেয়ে দেখি গগনটাকে,
রৌদ্রোতে ঝলমলিয়ে হাসছে দেখো
সবার মাঝে।
ওর ই উপর উড়ছে পাখি
পাখনা মেলে আলোয় ভিজে।
ওর ই উপর চলছে বিমান
দ্রুত বেগে ইঞ্জিনেতে।
ওর ই মাঝে অম্বরটি
ভরে আছে নানা রঙে ।
গৌতম,:-----