****** অমাবস্যার চাঁদ *******
শিশির ভেজা ঘাসের ওপর
পিছলে যাওয়া তোমার পায়ের
চিহ্নে ফুটে ওঠে রক্ত কমল i
আর আমার মনের বিন্দু বিন্দু
ঝরা রক্তে ক্ষত বিক্ষত হয় আমার
স্বপ্ন i মনের অন্ধ গলিতে খুঁজে বেড়াই
আমার কল্পনাকে i ভোরের কুয়াশায়
সকালটা হয়ে আছে আধো অন্ধকার ,
আর মনের কুয়াশায় হারিয়ে ফেলেছি
আমি তোমার পায়ের চিহ্নে ফুটে ওঠা
রক্ত কমল i মুছে দিতে চাই সব
সম্পর্কের টানা পোরেন , কল্পনার সাথে
স্বপ্নের মিতালি, আর রক্ত ঝরা হৃদয়ের
মাঝে তোমার বাস্তবতা i আমার মনের
ভালবাসা আর প্রেম হারিয়ে গেছে
শিউলি ফুলের লাল বৃন্তে, আমার কবিতারা
ভিজে গেছে শরত কালের অসময়ের
বৃষ্টিতে i কলমের কালি শুকিয়ে গুড়ো
গুড়ো হয়ে ঢেকে দিয়েছে পূর্নিমার
চাঁদ I তাইতো তুমি আজ আমার কাছে
অমাবস্যার চাঁদ, মনের মধ্যে আছো কিন্তু
অন্ধকারে ডুবে i ................
শিশির ভেজা ঘাসের ওপর
পিছলে যাওয়া তোমার পায়ের
চিহ্নে ফুটে ওঠে রক্ত কমল i
আর আমার মনের বিন্দু বিন্দু
ঝরা রক্তে ক্ষত বিক্ষত হয় আমার
স্বপ্ন i মনের অন্ধ গলিতে খুঁজে বেড়াই
আমার কল্পনাকে i ভোরের কুয়াশায়
সকালটা হয়ে আছে আধো অন্ধকার ,
আর মনের কুয়াশায় হারিয়ে ফেলেছি
আমি তোমার পায়ের চিহ্নে ফুটে ওঠা
রক্ত কমল i মুছে দিতে চাই সব
সম্পর্কের টানা পোরেন , কল্পনার সাথে
স্বপ্নের মিতালি, আর রক্ত ঝরা হৃদয়ের
মাঝে তোমার বাস্তবতা i আমার মনের
ভালবাসা আর প্রেম হারিয়ে গেছে
শিউলি ফুলের লাল বৃন্তে, আমার কবিতারা
ভিজে গেছে শরত কালের অসময়ের
বৃষ্টিতে i কলমের কালি শুকিয়ে গুড়ো
গুড়ো হয়ে ঢেকে দিয়েছে পূর্নিমার
চাঁদ I তাইতো তুমি আজ আমার কাছে
অমাবস্যার চাঁদ, মনের মধ্যে আছো কিন্তু
অন্ধকারে ডুবে i ................