২১শে ফেব্রুয়ারী......
পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছো তুমি।
একুশে ফেব্রুয়ারী সেলাম,সেলাম সেলাম।
রক্ত দিয়ে স্মরণীয় হয়েছে শহীদেরা,
তাঁদের কীর্তি অন্তরে ভরে নিলাম।
ত্যাগ ও প্রেমের উজ্জ্বলতম দ্যূতি
ভাষা প্রতিষ্ঠার আমরণ যতো স্মৃতি।
ধন্য বাংলা দেশ ,ধন্য বাংলা দেশ,
কবির ভালবাসার নেই অবশেষ।।
একুশের আগে শুনেছিলাম
বাংলা দেশের কান্না ,
একুশের আগে খান সেনাদের
বেয়নেটে মৃত্যুর বন্যা।
বাংলা মায়ের দুই সন্তান
সুজলা সুফলা বংগ ভুমি,
রাজনীতির কালো খেলায়
আজ তুমি আর আমি।
বঙ্গমাতার ছোটো কন্যার
অপমান নিগ্রহ,
খান সেনাদের রোষের কারন
বাংলা ভাষায় আগ্রহ।
ধিকিধিকি জ্বলা ভাষা আন্দোলন
জ্বলে ওঠে ২১শে ফেব্রুয়ারি,
কত মৃত্যুমিছিল কত গুলি গোলা
কতশত পুড়লো বাড়ি।
রক্তরাঙ্গা ২১শের প্রাতে
বাংলা ভাষার নবজাগরণ
দুই বাংলার কন্ঠে একই ভাষা
রাখবো ধরে আমরা আমরন।