• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

অবুঝ মন

আমিও, আজও, বড় অবুঝ.......সবাই বলে বোঝার বয়স তো অনেক হয়েছে; পরিপক্ক হবার সময় এসেছে.........কিন্তু কই আমার মন বুঝছে না তো। কেন তবুও অবুঝের মত ধেয়ে চলে সেদিকে যেখানে তার প্রাপ্তির সম্ভবনা নিশ্চিহ্ন!!!!!
 
আমিও, আজও, বড় অবুঝ.......সবাই বলে বোঝার বয়স তো অনেক হয়েছে; পরিপক্ক হবার সময় এসেছে.........কিন্তু কই আমার মন বুঝছে না তো। কেন তবুও অবুঝের মত ধেয়ে চলে সেদিকে যেখানে তার প্রাপ্তির সম্ভবনা নিশ্চিহ্ন!!!!!
এক এক করে অনেক গুলো বসন্ত পেরিয়ে যায়-
জীবন খাতার হিসাবের ঘর থেকে বাদ যায় একেকটি অধ্যায়,
শৈশব কৈশোর কাঁটিয়ে যৌবনে পদার্পন
যার মিষ্টতা কিংবা উগ্রতা কৈশোর থেকেই উপলব্ধ,
রঙ্গিন স্বপ্ন, হৃদয়ে রঙের ছোঁয়া,দুর্নিবার ভালোবাসার হাতছানি
বাঁধভাঙা জলের স্রোতের মতো ভেসে চলা
নিজেকে বিলিয়ে দেওয়া আর অপ্রাপ্তি লাভ করাতে আনন্দ
লালসা কামনার অত্যুগ্র লেলিহান শিখায় পতঙ্গের মতো ঝাঁপ ll
মৃত্যুতেই আনন্দ খুঁজে পাওয়া
জানি, যথেষ্ট পরিণত হয়েছি, পরিপক্ক হয়েছে মস্তিস্ক
পতঙ্গের মতো বহ্নিশিখায় নিজেকে বিসর্জন না দিয়ে
পাশবিক আচরণ না করে মানবতায় সুখের সন্ধান ll
একাকীত্বের গন্ডি লংঘন করে, নিজের অস্তিত্বের জানান দেওয়া ll
সময় পেরিয়ে যায়, কিন্তু এই প্রেম ভালোবাসা ছাড়তে চায়না,
অবশ্যাম্ভাবী প্রৌঢ়ত্ব ও বার্ধ্যেকের প্রবেশন রোধের ইচ্ছা l
তাইতো সবাই অবুঝ, বুঝেও বুঝেনা কিছু

অসীম হৃদয়, অসীম প্রেম মধ্যমার পিছু পিছু l

(মধ্যমা আর কিছু নয়, আমাদের যৌবনকাল)
 
একটা সময় ছিল এই গানগুলোই লুপে শুনতাম.......এখন সময়ের অভাব, তাও মনটা কোথায় চলে যায় যেন শুনলে
 
আমিও, আজও, বড় অবুঝ.......সবাই বলে বোঝার বয়স তো অনেক হয়েছে; পরিপক্ক হবার সময় এসেছে.........কিন্তু কই আমার মন বুঝছে না তো। কেন তবুও অবুঝের মত ধেয়ে চলে সেদিকে যেখানে তার প্রাপ্তির সম্ভবনা নিশ্চিহ্ন!!!!!
Boyosh to sharirik ,mon to ar sharirik na. Boyosh barleo mon to bujhte chay na
 
Top