সবাই কে ধন্যবাদ জানিয়ে কিছু কথা লিখলাম।
আজ নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে। মা , বাবা থাকলে বোধ হয় এমনটা হতো না। তারাতো মাথার ছাদ হিসাবে থাকতো, চোখের পানি গড়িয়ে পড়ে , তাদের কথা ভাবতে ভাবতে, আমারও বুঝি মা, বাবার কাছে যাওয়ার সময় হয়ে গেছে। খাওয়া দাওয়ার কষ্ট, দেখার কেউ নেই, এমন পৃথিবীতে থাকার চাইতে না...