We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
বাংলা রুমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা satyanweshi কে.... খুব ভালো থাকিস সুস্থ থাকিস.. Jhogra করিস.... আমাদের আরো আরো ভালো গান sonas....
অনেক কে ট্যাগ করতে পারলাম না কিছু মনে করো না
পর্ব -১
অন্যদিনের মতো সেদিনও গিয়েছিলাম অঙ্কনের বাড়ি। অঙ্কন আর আমি স্কুল লাইফের ক্লাসমেট। তারপর একই ইয়ারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন দুজনেই সাহিত্যচর্চা করছি। তবে আজকাল এ পাড়ায় ওর বেশ নামডাক হয়েছে বটে একজন উঁচু দরের সাহিত্য সংগ্রাহক হিসেবে। অঙ্কন জমিদার বংশের সন্তান। অর্থাভাবের সম্মুখীন...
নতুন ভোর এসেছিলো, কিন্তু ফুল ফোটে নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস "ওপার টা ঘন কুয়াশায় ঢাকা থেকে যাবে সারাজীবন"। কাঁটাতারের বেড়াটা আজও রয়ে গেছে কুয়াশার তলায়, শুধু কবিতার খাতা টা ফিরে এসেছে হাতে হাতে। ফিরে তাকানোর অপ্রয়োজনীয়তা টা মাথায় রেখে হাঁটতে শুরুকরেছিলো সে, এবার তারও ঘরে ফেরার পালা।...
বাংলা সিনেমার কথা বল্লে প্রথমেই যে নাম গুলো আসে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক। কনটেন্ট এর দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় ঋত্বিক ঘটকই সেরা। যদিও সে বিভিন্ন কারনে খুবই অল্প কাজ করেছে। আবার সিনেমাটোগ্রাফি, এবং ক্যারেক্টার ইম্প্রভ এর ক্ষেত্রে সত্যজিৎ রায় কে সেরা...
ভালোবাসা?
তা বাসতে জানো?
কেমন করে বাসে?
ভালোবাসলে সবাই নাকি নিজের মনেই হাসে।
ভালোবাসলে
সব কিছুকেই
আরোও রঙিন লাগে,
মনে মনে প্রেম টা নাকি হটাৎ করেই জাগে।
ভালোবাসায় সবাই নাকি
পাগল হয়ে যায়,
মনের কথা ঝিলিক পারে
চোখের ইশারায়।
এরম করেই বছর কয়েক
কাটিয়ে ফেলার পর,
প্রেম জীবনে আছড়ে পড়ে
অন্য প্রেমের...