বাবা,
তুমি কোথায় আছো,
কেমন আছো বলোনা,
তোমার কথা পড়লে মনে,
আমার তো, আর কিছু ভালো লাগে না।
বাবা,
তোমার ভালোবাসার ছোয়া,
পাইনা কত দিন,
তুমি চলে গেলে,
আমায় নিঃস্ব করে।
বাবা,
ভালবাসি আজও তোমায়,
তুমি কি সেটা বোঝনা,
তোমার মতন আদর আমায়,
কেউ তো করেনা।
বাবা,
স্বার্থের পৃথিবীতে,
সবাই সবার স্বার্থ বোঝে...