কি হবে মায়া কান্দা কান্দিয়া,
কি হবে ভালোবাসার রঙ্গিন দুনিয়া,
তুমি তো আর ভালোবাসা বোঝ না।
শুধু বোঝ ছলনা।
ভালোবেসে হলাম আমি নিঃস্ব,
তুমি তো অন্য বাগানে ফুল ফুটাচ্ছো,
তুমি তো কখনো ছিলেনা আমার,
প্রতি দিন ধোকা দিয়ে গেছো।
তোমার ধোকার মায়ায় পড়ে,
আবেগের বিষ খেয়ে,
এখন মরি আমি ধুকে ধুকে।
তোমাকে ছাঁড়া...