অল্প সময়ের এই পৃথিবীতে,
যেখানে সময় ফুরিয়ে আসছে,
আমি তোমাকে পেয়েছি প্রিয়া,
আমার জীবনের বিনিময়ে।
তোমাকে দেখলেই হার্ট বিট বেড়ে যায়,
আমরা দু’জনে, দু’জনার, অন্তহীন প্রেম তুমি আমার|
অন্তহীন প্রেম,
আমাদের ভালোবাসা,
ফুলের মত পবিত্র,
যেখানেই থাকি,
প্রতিটি দিন,
প্রতিটি ক্ষণ,
ভালোবাসা বাড়ছে অবিরতো।...