কাগজের নৌকার মত মন,
পুড়ে হয় ছার খার,
তুমি তো আসলে না ফিরে,
আমি পুড়ি যন্ত্রনার আগুণে।
জীবনে কত আশা ছিল,
তুমি যে হবে আমার,
একটি ভুলে সব কিছু,
হয়ে গেলো এলো মেলো।
নিশি রাতের রজনীতে,
জেগে থাকি একা,
যদি রাতের আধারে,
ভুল গুলো যায় মিশে ।
চাঁদের আলো আর,
আসেনা আমার ঘরে,
তুমি চলে গেলে,
পূর্ণিমার আলো...