তুমি সুন্দরী,
তুমি মায়ের জাত,
তুমি সকল রূপে অধিকারী।
তোমার মাঝে লুকিয়ে আছে,
ভালবাসার ভান্ডার।
তুমি সব রঙের ফুল,
তোমার মাধুর্যে ভাসে সব কিছু,
মায়ের সৃষ্টি,
প্রেমের সব ভাষা বোঝে,
তোমার হৃদয় মহান।
বাঁচবে তোমার মধ্যে সব আশা,
মায়ের জাত,
তুমি সুন্দরী সৃষ্টির রহস্য।
চাঁদের আলোয়,
তোমার মুখে রঙ...