শুনতে কি পাও মা আমার কান্না,
তোমারই শূন্যতা বুকে বেধেছে বাসা,
তুমি কি মা বুঝতে পারনা।
তোমার ছবি এই বুকের মাঝে,
রেখেছি আমি যতন করে,
শুধু তুমি আজ নেই মা,
তুমি নেই আমার পাশে।
কতদিন হয়েছে, দেখিনা তোমায়,
আজও তোমার স্মৃতি নিয়ে আছি বেঁচে,
মা, তুমি আসোনা আরেকটি বার ফিরে,
তোমার এই ছোট্ট খোকার কাছে।...