সেই মহাভারতের সপ্ত ঋষি কিংবা অন্যান্য সকল রথী মহারথী, এমনকি বামন অবতারের বলী, রামায়নের মেঘনাদ, সেমেটিক রেইলে প্রোফেট মোসেস কিংবা ইতিহাসের সকল রাজা বাদশাহ একটা জিনিসের দিকে খুবই আকৃষ্ট ছিল, সেটা হল অমরত্ব। বিশ্বামিত্র থেকে শুরু করে, সবাই কঠিন থেকে কঠিন তপস্ব্যা করেছিল, শুধু মাত্র ব্রহ্মার থেকে...