একটা দু মিনিট এর নুডুল বানানোর মতো কবিতা লেখার চেষ্টা করলাম।
তুমি কি জানো ? আমি কত স্বপ্ন দেখি তোমায় নিয়ে?
আমি জানিনা, চিনিনা, দেখিনি আমি তোমায় ছুঁয়ে।
তুমি কি বলতে পারো? স্বপ্ন রাজ্যের ঠিকানা টা? যেথায় তোমার আনাগোনা।
স্বপ্নে আসো, স্বনেই চলে যাও, ঘুমে বা জেগে হচ্ছে কেবল দিন গোনা।
শুনেছি তুমি নাকি খুব মেজাজি ? রাগ হলে দাও কি সাজা ?
সাধ হয় আমিও রাগাই, রাগ ভাঙ্গাতে বেশ মজা।
নিশ্চই ভাবছো? অবাক হয়ে, এ আবার কেমন লোক!
আমি কোনো কেউকেটা নয়, তোমার স্বপ্নে বিভোর থাকা মনের চোখ।
© ভূত